মারাঠি অভিনেতার মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

২ সপ্তাহ আগে
মারা গেলেন ভারতের মারাঠি ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেতা তুষার ঘাদিগাঁওকর। মাত্র ৩২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা। মৃত্যুর কারণ জানতে চলছে তদন্ত। প্রাথমিক তদন্ত শেষে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গোরেগাঁও পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২০ জুন) ভারতের গোরেগাঁও পশ্চিমে ভাড়া বাসা থেকে পুলিশ অভিনেতা তুষারের লাশ উদ্ধার করে। এরপর থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করে।

 

পাশাপাশি পুলিশ শুরু করে তদন্ত। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কর্তব্যরত পুলিশ বলছে, দীর্ঘ সময় কাজ না পাওয়ায় মানসিক চাপ ও হতাশায় জীবন কাটাচ্ছিলেন তুষার। প্রায়ই এ সমস্যা থেকে মুক্তি পেতে মদ পান করতেন।

 

কিন্তু ঘটনার দিন নিজ ফ্ল্যাটে অতিরিক্ত মদ পান করেন তুষার। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর পর অভিনেতার লাশ মাটিতে লুটিয়ে পড়ে।

 

আরও পড়ুন: ৩ জটিল রোগের কারণে বিয়ের সিদ্ধান্ত নেন না সালমান খান!

 

পুলিশ তুষারের মরদেহ উদ্ধার করে দ্রুত ট্রমা কেয়ার হাসপাতালে পাঠায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: মৃত্যুর ৭ দিন পর পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

 

একাধারে মারাঠি সিনেমা, টিভি সিরিয়াল ও থিয়েটারে দুর্দান্ত অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন তুষার ঘাদিগাঁওকর। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও জড়িত ছিলেন। মারাঠি সংগীত নাটক ‘সংগত বিবত আখ্যান’-এরও অংশ ছিলেন। নিজ ব্যানারে ‘ঘণ্টা নাদ’ প্রোডাকশনের অধীনে মিউজিক ভিডিও প্রযোজনাও করতেন এ অভিনেতা।

]]>
সম্পূর্ণ পড়ুন