মারা গেছেন কিংবদন্তি রেসলার হাল্ক হোগান

১ দিন আগে
রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন হাল্ক হোগান বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে মারা গেছেন। হাল্ক হোগানের আসল নাম টেরি বোলিয়া। হোগানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

হোগানের ম্যানেজার ক্রিস ভোলো এনবিসি লস অ্যাঞ্জেলেসকে জানিয়েছেন, হোগান ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তিনি পরিবার-পরিজন পরিবেষ্টিত ছিলেন।


গত কয়েক সপ্তাহ ধরেই হোগানের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন চলছিল। গত সপ্তাহেই হোগানের স্ত্রী স্কাই স্বামীর কোমায় থাকার গুজব অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, একাধিক অস্ত্রোপচারের পর হোগানের হৃৎপিণ্ড 'সবল' আছে।


হাল্ক হোগানের অভিষেক হয় ১৯৭৭ সালে। আশির ও নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় রেসলার ছিলেন তিনি। পরে বিনোদনের অন্যান্য মাধ্যমেও খ্যাতি অর্জন করেন। হাল্ক হোগান প্রফেশনাল রেসলিংকে বিলিয়ন ডলার মূল্যের পরিবারবান্ধব বিনোদনে রূপান্তরিত করতে সহায়তা করেন।


আরও পড়ুন: রেসলিংকে গুডবাই জানালেন জন সিনা 

 

A man in a bandana, heavily tanned and with a mustache, rips his shirt inside a wrestling ring.নব্বইয়ের দশকের হাল্ক হোগান।


লাল-হলুদ পোশাক 'রিয়েল আমেরিকান' শিরোনামের প্রবেশ সংগীত ও 'হাল্কাম্যানিয়াক' নামে পরিচিত বিশাল ভক্তবাহিনীর জন্য তিনি বিখ্যাত ছিলেন। বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পরও তিনি রেসলিং চালিয়ে গেছেন। আশির দশকে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা ও ২৯৫ পাউন্ড ওজনের এই রেসলার ছিলেন ভিন্স ম্যাকম্যাহন জুনিয়রের কোম্পানির প্রধান মুখ। হোগানের প্রভাব চলচ্চিত্র, টেলিভিশন, ভিডিও গেম, মার্চেন্ডাইজ এমনকি একটি পাস্তা রেস্তোরাঁর চেইনসহ পপ সংস্কৃতির প্রতিটি কোনায় পৌঁছেছিল।


তবে নানা সমালোচনায়ও জড়িয়েছেন হোগান। বর্ণবাদী মন্তব্যের জন্য ডব্লিউডব্লিউই 'হল অব ফেম' থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০১৮ সালে তিনি ফের সেখানে ঠাঁই পান। ২০১৬ সালে ফ্লোরিডার একদল জুরি গকার মিডিয়ার বিরুদ্ধে করা সেক্স টেপ মামলায় হোগানকে ১১৫ মিলিয়ন ডলার দেওয়ার রায় দেয়। এরপর শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও ২৫ মিলিয়ন ডলার যোগ করে।  হোগান ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০০৫ সালে প্রথমবার ডব্লিউডব্লিউই 'হল অব ফেম'-এ জায়গা পেয়েছিলেন তিনি।

WWE is saddened to learn WWE Hall of Famer Hulk Hogan has passed away.

One of pop culture’s most recognizable figures, Hogan helped WWE achieve global recognition in the 1980s.

WWE extends its condolences to Hogan’s family, friends, and fans.

— WWE (@WWE) July 24, 2025


এদিকে ডব্লিউডব্লিউই এক্স-এ হাল্ক হোগানের মৃত্যুতে শোক জানিয়ে লিখেছে, 'পপ সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-র দশকে ডব্লিউডব্লিউইকে বিশ্বব্যাপী পরিচিতি অর্জনে সহায়তা করেন। ডব্লিউডব্লিউই হোগানের পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে।'

]]>
সম্পূর্ণ পড়ুন