শনিবার (১৫ নভেম্বর) মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি স্কলার মুফতি তাকি উসমানির সুযোগ্য সন্তান ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং গবেষক ড. ইমরান আশরাফ উসমানি। তিনি ইসলামী অর্থনীতির শক্তিশালী বাস্তবায়ন এবং তাত্ত্বিক উন্নতির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শরিয়াহ স্ট্যান্ডার্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান AAOIFI-এর সিনিয়র শরিয়াহ ডিপার্টমেন্ট ম্যানেজার মুফতি শাকির যাখুরা। তিনি বৈশ্বিক শরিয়াহ স্ট্যান্ডার্ডাইজেশনের গুরুত্ব এবং বাংলাদেশে এর প্রয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আরও পড়ুন: নবীজির হিজরতের পথ ধরে মক্কা থেকে মদিনায় পায়ে হেঁটে ঐতিহাসিক সফর
অন্যান্য বক্তাদের মধ্যে আরও ছিলেন, মুফতি মিযানুর রহমান সাঈদ, মুফতি নেয়ামাতুল্লাহ, ড. মুফতি ইউসুফ সুলতান, মুফতি আব্দুল্লাহ মাসুম, মুফতি আহসানুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব অর্থনীতিতে ইসলামি ব্যাংকিং ও ফিন্যান্সের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ইসলামি অর্থনীতি চর্চাকে আরও সুদৃঢ় করতে হবে। বিশেষ করে একাডেমিক গবেষণা এবং নীতি-প্রণয়নে ইসলামী অর্থনীতির অন্তর্ভুক্তি বাড়ানোর তাগিদ দেন তারা। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান জানায়, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির মাধ্যমে ইসলামী অর্থনীতির উন্নয়ন ও শিক্ষার প্রসার অব্যাহত থাকবে।

১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·