বক্তারা বলেন, সাংবাদিকতার বাইরেও মামুন রেজা ছিলেন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত। তার মধ্যে নেতৃত্বের সহজাত গুণাবলী ও পেশার প্রতি একাগ্রতা ছিল। সহকর্মীদের প্রতি সদাচরণ, হাসিমুখ আর বন্ধুত্বপূর্ণ আচরণে সবাইকে আপন করে নিতে পারতেন তিনি। বক্তারা বলেন, মামুন রেজার মৃত্যু এমন এক শূন্যতার সৃষ্টি করেছে, যা কখনো পূরণ হবার নয়।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় সাংবাদিক মামুন রেজার স্মরণসভা ও দোয়া মাহফিল। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, বিএমএ খুলনার সভাপতি ডা. বাহারুল আলম প্রমুখ।
আরও পড়ুন: খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার ইন্তেকাল
পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন সাংবাদিক মামুন রেজার বাবা সরদার কাওসার আলী ও বড় ভাই মাসুদ রানা। এ সময় তার একমাত্র ছেলে জাওয়াদ রেজা উপস্থিত ছিল।
অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ এমএ সাদী এবং শেষে সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হাবীব।
গত শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে খুলনা সদরের তারের পুকুর মোড় এলাকার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সাংবাদিক মামুন রেজা। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
ছাত্রজীবনে সাংবাদিকতা শুরু করেন মামুন রেজা। ১৯৯৬ সালে খুলনার স্থানীয় পত্রিকা ‘দৈনিক জন্মভূমি’তে স্টাফ রিপোর্টার হিসেবে তার পথচলা শুরু। এরপর কাজ করেন ‘আজকের কাগজ’ ও ‘যুগান্তর’-এ। ২০০৫ সালে দৈনিক সমকালের সূচনালগ্ন থেকেই খুলনা ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। একইসঙ্গে ছিলেন চ্যানেল টোয়েন্টিফোর-এর খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক।
পেশাগত জীবনে চারবার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দু’বার খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।