মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন মন্ত্রী

২ সপ্তাহ আগে
নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদি বাসিন্দাদের পালিয়ে ইসরাইলে আসার আহ্বান জানিয়েছেন একজন অতি-ডানপন্থি ইসরাইলি মন্ত্রী। কারণ ৩৪ বছর বয়সী ‘ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক’ মামদানিকে ‘হামাস সমর্থক’ হিসেবে অভিহিত করেছেন ওই মন্ত্রী।

 

ইসরাইলের ডানপন্থি ডায়াস্পোরা (প্রবাসী) এবং ইহুদি-বিরোধীতা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘যে শহরটি একসময় বিশ্বব্যাপী স্বাধীনতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে ছিল, তারা তার চাবি একজন হামাস সমর্থকের হাতে তুলে দিয়েছে।’


‘নিউইয়র্ক আর কখনও আগের মতো থাকবে না। বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের জন্য নয়।’ তিনি আরও যোগ করেন।

 

আরও পড়ুন:ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর


মন্ত্রী আরও বলেন, ‘আমি নিউইয়র্কের ইহুদিদের ইসরাইল ভূমিতে তাদের নতুন আবাসস্থল তৈরির বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’


ইসরাইল সম্পর্কে মামদানির অবস্থান যাকে তিনি ‘বর্ণবাদী শাসনব্যবস্থা’ বলে অভিহিত করেছেন এবং গাজায় তাদের যুদ্ধকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। যা ইহুদি সম্প্রদায়ের বেশ কয়েকজন ইসরাইলি কর্মকর্তা এবং ইহুদিবাদী ব্যক্তিত্বদের ক্ষুব্ধ করেছে।

 

এছাড়া ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সমর্থক মামদানির সমালোচনা করেছেন ইসরাইলের আরেক মন্ত্রী ইতামার বেন গভির। তিনি চিকলির মন্তব্যের প্রতিধ্বনি করে বলেন, ‘মামদানি হামাসের সমর্থক, ইসরাইলের শত্রু এবং একজন স্পষ্ট ইহুদি-বিদ্বেষী।’

 

এদিকে, মামদানির নীতি এবং মুসলিম ঐতিহ্যের উপর ব্যবসায়ী অভিজাত, রক্ষণশীল মিডিয়া ভাষ্যকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তীব্র আক্রমণ সত্ত্বেও মামদানি নিউইয়র্কের মেয়র হিসেবে জয় পেয়েছেন।

 

এছাড়া ট্রাম্প মামদানিকে একজন ‘কমিউনিস্ট’ হিসেবে সমালোচনা করেছেন এবং নির্বাচনের দিন তিনি ভোটারদের মামদানিকে ভোট না দিয়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে ভোট দেয়ার আহ্বান জানান।

 

আরও পড়ুন:ম্যাক্রোঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ, কী কথা হলো

 

এদিকে, আনাদোলুর খবরে বলা হয়,  নির্বাচনের পূর্ববর্তী এক বিবৃতিতে মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজা উপত্যকায় ইসরাইলের নেতানিয়াহুর যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা মেনে, প্রধানমন্ত্রী যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করার জন্য নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে নির্দেশ দেবেন।

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন