মানুষ এখন জামায়াতে ইসলামীকে নেতৃত্বের আসনে দেখতে চায়: এটিএম মাসুম

১ সপ্তাহে আগে
জুলাই অভ্যুত্থানের পর মানুষ এখন জামায়াতে ইসলামীকে এদেশের নেতৃত্বের আসনে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

শনিবার (২১ জুন) নোয়াখালী জেলা শহর মাইজদীর হোয়াইট হল কনভেনশন সেন্টারে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

তিনি বলেন, দীর্ঘ স্বৈরশাসনের যাতাকলে পড়ে এদেশের মানুষের মাঝে নির্বাচনের প্রতি যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। জামায়াতে ইসলামীর প্রত্যেক প্রার্থীকে মানুষের কাছে আস্থার প্রতীক হতে হবে। প্রত্যেককে নিঃস্বার্থভাবে জনগণের বিশ্বস্ত বন্ধু হতে হবে।  এদেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে তা যদি নতুন ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার চক্রান্ত করা হয় বা নতুন স্বৈরাচারকে পুরাতন ভোট ডাকাতি, রাতের ভোটের মত ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় তা, এদেশের জনগণ কখনো মেনে নেবে না। যদি এধরনের কোনো ষড়যন্ত্র হয় জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

 

আরও পড়ুন: ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত নেতা

 

তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গ্ৰহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।

 

আরও পড়ুন: মৌলভীবাজার জামায়াতের সাবেক আমির সিরাজুল ইসলাম আর নেই

 

সমাবেশে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার, জেলা নায়েবে আমির সাইয়েদ আহমদ ও নিজাম উদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, ছাত্রশিবিরের নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, ছাত্রশিবিরের জেলা উত্তর সভাপতি দাউদ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন