মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মু. হাবীবুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ সজীব চৌধুরীর আদালতে তোলা হয়। সেখানে তারা ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দেন। অভিযুক্তরা হলেন: আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ।
আরও পড়ুন: হাসপাতালে নিয়ে গৃহবধূকে 'দলবদ্ধ ধর্ষণ', ২ আনসার সদস্য আটক
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে স্বামী-স্ত্রী নারায়ণগঞ্জ থেকে নিজস্ব ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলায় যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য তারা সদর হাসপাতালের গেটে অবস্থান নেন।
এ সময় ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ ও সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় সোমবার অভিযুক্ত দুই আনসার সদস্যকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·