শনিবার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলছে, একটি কাঁঠালকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাকিব (২৮) তার স্বামীর ছোট ভাই। ঘিওরের নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় সালাম মিয়া ও তার ভাই রাকিব পাশাপাশি বসবাস করেন। তাদের বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব তার ভাগের গাছটি কেটে ফেলেন।
আরও পড়ুন: কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে ভাবিকে কুপিয়ে হত্যা করলেন দেবর
শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল কেটে ঘরে নিচ্ছিলেন। তখন রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো চাপাতি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, মানিকগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক সুখেন্দু বসু। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।