মানিকগঞ্জে তিনটি ককটেল বিস্ফোরণ, ২ রিকশাচালক আহত

১ সপ্তাহে আগে
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুই দফায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাগর ও নবীন নামে দুই রিকশাচালক আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

 

এরপর রাত সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

 

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার রায় আজ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

 

ঘটনা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আমিনুল ইসলাম জানান, বিস্ফোরণে আহত দুই রিক্সাচালককে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি আমিনুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন