শনিবার (২২ মার্চ) সদর উপজেলার রানাদিয়া, পশ্চিম শানবান্দা ও কাটিগ্রাম এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান-উল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সদর উপজেলার রানাদিয়া থেকে উদ্ধার করা হয় গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের রফিক মিয়ার মেয়ে তনিমা আক্তারের (১৫) মরদেহ, একই উপজেলার পশ্চিম শানবান্দা গ্রাম দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ ও সদর উপজেলার বরুন্ডি কাটিগ্রাম এলাকা থেকে সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের ওহেদ আলীর মেয়ে আফসানা আক্তারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, তনিমা আক্তার এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে পরিবারের কাউকে না জানিয়ে আফসানা আক্তার প্রেম করে রেজাউল নামের এক ব্যক্তিকে প্রায় সাত মাস আগে বিয়ে করেন। বিয়ের পরে আফসানা তার স্বামীকে নিয়ে ঢাকার-সাভারে থাকেন। গত দুদিন আগে হঠাৎ করে আফসানা তার নানা বাড়ি বরুন্ডি কাটিগ্রামে আসে। রাতে স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি করে আফসানা ঘরে ঘুমিয়ে যায়। সকালে তার নানা ঘরে ঢুকে আফসানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন: নেত্রকোনায় ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
এ বিষয়ে সদর থানার ওসি এস এম আমান-উল্লা বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।