রোববার (৯ নভেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লিং রোডের পাশে সারমানো ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনাটি নাশকতা কি-না তা পুলিশ তদন্ত করছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বাসটি ফিলিং স্টেশন মাঠে পার্কিং করা ছিল। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকস্মিক গাড়ির ভিতরে আগুন জ্বলে উঠে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে কাজ করছে পুলিশ এবং কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে।
]]>
২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·