বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে সোমবার (২৩ ডিসেম্বর) তোপখানা রোডে বৈশাখী রেস্তরাঁয় এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে লেখক ও গবেষক সায়েক এম রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানের অতিথিরা তার লেখা অবরুদ্ধ বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করেন। তার লেখা অবরুদ্ধ বাংলাদেশ বইটি সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার হাতে তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ শাহজাদা ওমর ফারুক পীরসাহেব।
আরও পড়ুন: ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের
সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর নজরুল ইসলাম তামেজী, সহকারী অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট এস এম ইউনুস আলী রবি, জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, জাতীয় মানবাধিকার সমিতির সাবেক মহাসচিব মফিজুর রহমান লিটন, হৃদয়ে পতাকা ২ মার্চের সভাপতি কবি শাহানা সুলতানা, গুমের শিকার নাসিমুল গনি খান, দৈনিক স্বদেশ বিচিত্রার মফস্বল সম্পাদক মো. আজগর হোসেন, মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম মনির।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জল বলেন, বিদেশের মাটিতে বসে সায়েক এম রহমানদের মতো দেশপ্রেমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদকে হাটাতে পেরেছি। তবে এখনও চারদিকে ফ্যাসিবাদের দোসররা আনাগোনা করছে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিতে হবে। কোনোভাবে তাদেরকে ক্ষমা করা যাবে না। কারণ তাদের হাতে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের দাগ লেগে আছে।
আরও পড়ুন: ১৫ বছরে বিএনপি আন্দোলনে ছিল বলেই শেখ হাসিনা পালিয়েছে: ফখরুল
এদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে ভিডিও কলের মাধ্যমে ভোলা জেলা জাতীয় মানবাধিকার সমিতির অফিস উদ্বোধন করেন মো. মঞ্জুর হোসেন ঈসা। এসময় জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সেলিম আহমেদসহ ভোলা জেলা মানবাধিকার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাইকে অভিনন্দন জানান।
]]>