রোববার (২২ ডিসেম্বর) এনসিটিবি কার্যালয়ে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই, মাধ্যমিকের ৩ বই, ১-১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫ বই আর ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের জন্য মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
এ সময় মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বাবি জব্বার পাঠ্যবই সরবরাহের সময় বাড়িয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চিঠির জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
আরও পড়ুন: পাঠ্যবই ছাপানো / দেড় হাজার কোটি টাকা লুটপাটের ছিটেফোঁটাও শ্বেতপত্রে আসেনি!
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের, কাজে গতি এসেছে, আমরা আশাবাদী যথাসময়ে কাজ শেষ করতে পারবো।’
]]>