মাধ্যমিকে ভর্তির নীতিমালা প্রকাশ, বিদ্যালয় পছন্দক্রম যেভাবে

৩ দিন আগে
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে (২০২৬) শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

 বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জারি করা নতুন এই নীতিমালায় গতবারের মতো এবারও প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে।


নতুন নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন, লটারি এবং কোটা ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।


ভর্তির যোগ্যতা ও বয়সসীমা


নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি শ্রেণিতে (সাধারণত প্রথম শ্রেণি) এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।


বয়সসীমা


জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬+ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে।
 

আরও পড়ুন: প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর
 

আবেদন প্রক্রিয়া ও পছন্দক্রম
 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে।

পছন্দক্রম: একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম হিসেবে গণ্য হবে।

স্বচ্ছতা: ভর্তির জন্য শিক্ষার্থীর পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যে কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠান চূড়ান্ত করে নিশ্চিত করার প্রক্রিয়া সফটওয়্যারে অন্তর্ভুক্ত থাকবে।


ক্যাচমেন্ট এরিয়া ও কোটা বণ্টন
 

ঢাকা মহানগরের ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবারও তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে।

ক্যাচমেন্ট কোটা: ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে নির্ধারণ করতে পারবেন। এই ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত (কোটা) থাকবে।
 

আরও পড়ুন: এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর, যেভাবে জানবেন


সম্ভাব্য ভর্তির সময়সূচি
 

মাউশির সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির কার্যক্রম সম্পন্নে সম্ভাব্য একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে:

* ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ: আগামী ১৯ নভেম্বরের মধ্যে।

* অনলাইন আবেদন শুরু: ২১ নভেম্বর থেকে।

* আবেদন শেষ: ৭ ডিসেম্বর পর্যন্ত।

* ডিজিটাল লটারি: আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

* ভর্তি: লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে।


সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পাদনের জন্য ঢাকা মহানগর ভর্তি কমিটি, জেলা ভর্তি কমিটি এবং উপজেলা ভর্তি কমিটি পূর্বের নিয়মে যথাক্রমে মাউশির মহাপরিচালক, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন