বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানান। বুলবুল বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দিতে চায় বিসিবি।
বুধবার রাতে বিসিবির ‘সেলিব্রেশন নাইট’ অনুষ্ঠানে বুলবুল বলেন, ‘এখনেও বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমরা পরিকল্পনা করছি। কীভাবে এটি বাস্তবায়ন করা যায়, সেই চেষ্টা চলছে। আপাতত ছোট ফরম্যাটে করার চেষ্টা করছি।’
আরও পড়ুন: বাদ গেলেন ইসফাক, দ্বিতীয়বার নারী পরিচালক পাচ্ছে বিসিবি
মাদ্রাসা ক্রিকেটের গুরুত্ব অনুধাবন করার কারণও ব্যাখ্যা করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘মাদ্রাসায় এখন লাখ লাখ ছাত্র আছে। তাদেরকে ক্রিকেটের ফ্যান বানাতে এবং সেখান থেকে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট আয়োজনের চিন্তা করছি।’
জানা গেছে, মাদ্রাসায় ১০ ওভারের ক্রিকেট আয়োজিত হতে পারে। বিশেষভাবে, আসর থেকে মাগরিবের যে মধ্যবর্তী সময়টুকু পাওয়া যায়, সেই সময়ে এই টুর্নামেন্টগুলো আয়োজনের উদ্দেশ্য রয়েছে।