মাদুরোকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা রাশিয়ার

১ সপ্তাহে আগে
নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার অন্যতম শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এমন নিশ্চিত প্রতিবেদনের প্রেক্ষিতে, আমরা মার্কিন নেতৃত্বকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং একটি সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মুক্তি দেয়ার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি।’ খবর আল জাজিরার।

 

বৈদেশিক নীতি-বিষয়ক থিংক ট্যাঙ্ক ভালদাই ডিসকাশন ক্লাবের সদস্য আন্দ্রে কর্তুনভ-এর মতে, ভেনেজুয়েলার বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারে দেরি করে ফেলেছে রাশিয়া।

 

তবে এখন লাতিন আমেরিকায় নিজের মিত্রদের কীভাবে সমর্থন দেবে– মস্কো তা এখন পুনর্মূল্যায়ন করবে বলেও মনে করেন তিনি।

 

এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই, রোববার (৪ জানুয়ারি) উত্তর কোরিয়া ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে। 

 

আরও পড়ুন: ‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, ঘোষণা নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের!

 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর, কমপক্ষে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। তবে পিয়ংইয়ং এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

 

প্রতিবেদন অনুসারে, দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা, যা বিশ্বব্যাপী উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

 

রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর চীন সফর শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

 

সিউলের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম ইউল-চুল এর মতে, কোরিয়া ও জাপানের মধ্যবর্তী সমুদ্রে রাজধানী পিয়ংইয়ং থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল চীনের প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রোধ করার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে থাকার একটি বার্তা। 

 

আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

 

এছাড়াও, ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন