মাদারীপুরে ‘সত্যিই ভূতের গল্প’ নাটক মঞ্চায়িত

১ দিন আগে
মাদারীপুরে মঞ্চায়িত হলো নাটক ‘সত্যিই ভূতের গল্প’। গ্যালারীজুড়ে নাটকটি দেখতে ভীড় করেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। ধর্মের নাম ব্যবহার করে নোংরা রাজনীতিতে কি ক্ষতি হয়, তা ফুটিয়ে তোলা হয়েছে বিখ্যাত লেখক মনোজ মিত্রের এই নাটকটিতে।

অপসংস্কৃতি আর সমাজে সব বৈষম্য দূর করতে এই নাটকটি বেশ ভূমিকা রাখবে বলে মনে করেন দর্শকরা। এতে অংশ নিয়ে খুশি শিল্পীরাও। হারিয়ে যাওয়া মঞ্চায়িত এমন নাটক নিয়মিত আয়োজনের কথা জানান আয়োজকরা।


সমাজে রাজনীতির নামে মানুষের ওপর অত্যাচার আর নির্যাতন। ধর্মকে ব্যবহার করে মানুষকে দেয়া হচ্ছে ধোঁকা। অকারনেই আঘাত করা হচ্ছে অসহায়দের। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললে একসময়ে প্রতিবাদী হয়ে ওঠে সাধারণ জনতা। বদলে ফেলা হয় পুরো রাজনীতির ব্যবস্থা।


শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর নাটক দেখতে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারীজুড়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। হাসি-ঠাট্টা আর সুখ-দুঃখের কাহিনীর এমন নাটক দেখে খুশি দর্শকরা।

 

আরও পড়ুন: নাটক, চলচ্চিত্রে ধূমপান-মাদক গ্রহণের দৃশ্যে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরের সুপারিশ


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মাদারীপুর জেলা শাখার আয়োজনে মঞ্চায়িত নাটকটিতে আরও তুলে ধরা হয় কাউকে নির্যাতন করলে তার ঠাই হয় নরকে। সেখানে ভোগ করতে হয় অসহ্য যন্ত্রনা। এমন দুর্দান্ত নাটকে অভিনয় করতে পেরে ভাল লাগার কথা জানান শিল্পীরাও। শান্ত কুমারের নির্দেশনায় দেড়ঘন্টার নাটকটিতে অংশ নেয় বিভিন্ন বয়সের ১৫ জন শিল্পী। মানুষকে জাগ্রত করতে নাটকটি বেশ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।


দর্শক বরুণ বিশ্বাস বলেন, ‘বন্ধুদের সাথে নাটকটি দেখতে এসে খুবই ভালো লাগছে। প্রতিনিয়তই এমন সুন্দর সুন্দর নাটকের আয়োজন করা হোক। যাতে এমন নাটক পুরো পরিবার নিয়েই সবসময় দেখা যায়।’


আরেক দর্শক রবিউল ইসলাম বলেন, ‘গ্যালারীতে সব বয়সের মানুষের উপস্থিতিই বলে দেয় নাটকটি কত সুন্দর হয়েছে। সবাই খুব সুন্দর অভিনয়ও করেছে। এক কথায় অসাধারণ।’


নাটকটির নির্দেশক শান্ত কুমার বলেন, ‘পুরো নাটকটিতেই শিক্ষনীয় অনেক ব্যাপার রয়েছে। দর্শকরা দীর্ঘসময় ধৈর্য্য ধরে নাকটটি উপভোগ করেছে। আগামীতে আরও বৃহৎ নাটকে অংশগ্রহণ করার পাশাপাশ পরিচালনার ইচ্ছা রয়েছে।’

 

আরও পড়ুন: নতুন কুঁড়ির বিজয়ী শিশুশিল্পীদের পুরস্কার প্রদান


নাটকে অংশ নেয়া শিল্পী জয়ন্ত মজুমদার বলেন, ‘সত্যিই ভূতের গল্প নাটকটির প্রতিটি অভিনয়ই ছিল সেরা। সবার দুর্দন্ত অভিনয় করেছে। দর্শকরা আনন্দ নিয়েই পুরো নাটকটি দেখেছে। আমরাও অভিনয় করে মজা পেয়েছি।’


উদীচী শিল্পীগোষ্ঠী মাদারীপুর জেলার শাখার সভাপতি ডা. রেজাউল আমিন জানান, নাটক হচ্ছে শিল্পীদের প্রাণ। এই নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা সম্ভব। সমাজকে পরিবর্তণ করতে নাটকের বিকল্প কিছু নেই। নিয়মিত এমন সুন্দর সুন্দর নাটক মঞ্চায়িত করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন