দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
পরে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একে একে বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে মুক্তিযুদ্ধ শহীদের স্মরণ করা হয়।
এ সময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।
আরও পড়ুন: যশোরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
এরপরে সাড়ে ৮টার দিকে সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন করে জেলা প্রশাসক। সম্মান জানানো হয় জীবন দেয়া ৩০ লাখ শহীদদের প্রতি।
মহান বিজয় দিবস উপলক্ষে শহরের লেকেরপাড়ে বিজয় মেলা ও জেলা শিল্পকলা একাডেমি মুক্তিযোদ্ধাদের সম্মাননার আয়োজন করে জেলা প্রশাসন।