মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত হওয়ায় সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী এবার সরাসরি মাঠে নেমেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শিবচরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেন।
তিনি বলেন, ‘মনোনয়ন পেলে ভোটের মাধ্যমে সংসদ সদস্য হয়ে শিবচর উপজেলার জনগণের শান্তি ফিরিয়ে আনবো। মাদকমুক্ত করা হবে উপজেলাটি। প্রতিটি ইউনিয়নে পৌঁছাবে উন্নয়নের ছোঁয়া। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেয়া হবে।’
আরও পড়ুন: মাদারীপুরে বাসকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যান দোকানে, নিহত ১
অপরদিকে, মাদারীপুর-২ আসনে মনোনয়ন পেতে মাঠে দিনরাত কাজ করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান। তিনি বলেন, ‘মাদারীপুর জেলাকে উন্নত জেলায় পরিণত করতে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে চাঁদাবাজমুক্ত হবে মাদারীপুর-২ আসন। জেলাকে মডেল জেলা হিসেবে বাস্তবায়ন করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।’
প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে। মাদারীপুর-১ আসনে প্রার্থী ঘোষণা করলেও তা স্থগিত করা হয়েছে, আর মাদারীপুর-২ আসনে প্রার্থী হিসেবে এখনও কাউকেই ঘোষণা করা হয়নি। তাই এই দুটি আসনে মনোনয়ন পেতে প্রত্যাশীরা সরাসরি মাঠে নেমেছেন।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·