মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১ সপ্তাহে আগে
মাদারীপুরে বজ্রপাতে কাজল বাড়ৈ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল একই এলাকার জ্ঞান বাড়ৈর ছেলে।


স্থানীয়রা জানান, বিকেলে নিজ জমিতে ধান কাটছিলেন কৃষক কাজল বাড়ৈ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলাকালীন সময়ে বজ্রপাত হলে কাজল আঘাতপ্রাপ্ত হলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে গুরুতর আহত কাজলকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরীক্ষানিরীক্ষা শেষে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কাজল বাড়ৈকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: বজ্রপাতে নয় জেলায় প্রাণ গেল ১৪ জনের


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন