মাদারীপুরে ফেনসিডিল ও মদসহ যুবক আটক

২ দিন আগে
মাদারীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও মদসহ আকাশ পাল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটক আকাশ পাল ওই এলাকার পালবাড়ির সমীর পালের ছেলে।

 

আরও পড়ুন: পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের সঙ্গে যৌথভাবে অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান। তিনি জানান, এলাকায় মাদক বিক্রি হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তের ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও এক বোতল মদ জব্দ করা হয়।

 

ঘটনাস্থল থেকেই আকাশ পালকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন