মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৩ সপ্তাহ আগে
মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন)  বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আমির হামজা ঝিকরহাটি গ্রামের ফরহাদ বেপারীর ছেলে।

 

আরও পড়ুন: ভৈরবে দেড় বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, মা আটক

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলছিল আমির হামজা। হঠাৎ অসাবধানবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

 

এরপর সন্ধ্যার আগে পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামজাকে মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন