মাদারীপুরে নির্বাচনকে ঘিরে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা

২ সপ্তাহ আগে
বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণার পর মাদারীপুর-৩ আসনে ভোটারদের মাঝে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। বইতে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এরইমধ্যে মোটরসাইকেল শোডাউন থেকে শুরু করে, সভা-সমাবেশ করছেন নেতাকর্মীরা। পাড়ামহল্লায় চষে বেড়াচ্ছেন প্রার্থী। অন্তঃকোন্দল নয়, সবদলের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর।

এদিকে মাদারীপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হলেও ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। পাল্লাপাল্টি আন্দোলন করছেন মনোনয়ন বঞ্চিত ও প্রত্যাশী প্রার্থীর কর্মীসমর্থকরা। অন্যদিকে মাদারীপুর-২ আসনে কাকে দেয়া হবে ধানের শীষের টিকিট তা নিয়ে চলছে জল্পনাকল্পনা।


দলীয় নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন, ঢাল-ঢোল আর বাদ্যযন্ত্র নিয়ে সড়ক থেকে পাড়া-মহল্লায় যাচ্ছেন মনোনীত প্রার্থীরা। করছেন সভা-সমাবেশ। দিচ্ছেন ভোটারদের পাশে থাকার আশ্বাসও। মাদারীপুর-৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। মনোনয়ন ঘোষণার পর আসেন নিজ নির্বাচনী এলাকায়। ফুলেল মালা দিয়ে তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। 


এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অন্যায় ও জুলুমের শিকার হলেও অন্যদলের কারো সঙ্গে এমন কার্যক্রম করবে না তার দলের নেতাকর্মীরা। দেশের প্রতিটি মানুষ শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবে সেই লক্ষ্য নিয়েই কাজ করবে বিএনপি।


জানা যায়, বিএনপির পক্ষ থেকে মনোনয়ন ঘোষণার পর চায়ের দোকান থেকে পাড়া-মহল্লার অলিগলি, সবখানেই চলছে আলোচনা। বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকেও খুঁজে নেয়ার কথা জানান ভোটাররা।


আরও পড়ুন: হেলিকপ্টারে চড়ে নির্বাচনী এলাকায় ‘মনোনয়নবঞ্চিত’ বিএনপি নেতা শুভ, করলেন গণসংযোগ


এদিকে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাদ পড়েন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। এরই প্রতিবাদে লাভলুর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত কাগজে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়।


অন্যদিকে মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বুধবার দিনব্যাপী শিবচরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয় কয়েক হাজার নারী-পুরুষ। এ সময় বক্তারা নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন পুণর্বহালের দাবি জানান। তা না হলে এক্সপ্রেসওয়ে অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।


এছাড়া মাদারীপুর-২ আসনে কাকে দেয়া হবে ধানের শীষের টিকিট সেটি এখানও নির্ধারণ করেনি বিএনপির কেন্দ্রীয় কমিটি। তবে, আলোচনায় আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার শহীদুল ইসলাম খান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ।

]]>
সম্পূর্ণ পড়ুন