মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

১৮ ঘন্টা আগে
মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজের দুইদিন পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে মাথাভাঙ্গা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুলায়মান সরদার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামের সুমন সরদারের ছেলে।

 

স্থানীয়রা জানান, শনিবার সকালে পাট ধোয়ার জন্য নদে যান সুমন সরদার। এ সময় তার ছেলে সুলায়মানও তার সঙ্গে যায়। অসাবধানতাবশত শিশুটি পা পিছলে নদে পড়ে তলিয়ে যায়। স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানি বেশি এবং স্রোত থাকার কারণে অভিযান ব্যাহত হয়। দিনভর চেষ্টা করেও শিশুটিকে না পেয়ে ফিরে আসে উদ্ধারকারীরা।

 

আরও পড়ুন: মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেফতার

 

নিহতের চাচা নুর আলম জানান, পারিবারিকভাবে ট্রলার নিয়ে খোঁজ চালানোর সময় নদে ভাসমান অবস্থায় সুলায়মানের মরদেহ পাওয়া যায়। পরে সন্ধ্যার আগেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ডুবুরি দল অভিযান চালিয়েছে। তবে পানিতে প্রবল স্রোত ও আধুনিক যন্ত্রপাতির অভাবে আমরা শিশুটিকে উদ্ধার করতে পারিনি। পরে স্থানীয়রা মরদেহ ভাসমান অবস্থায় খুঁজে পায়।’

]]>
সম্পূর্ণ পড়ুন