মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

৩ ঘন্টা আগে
নিখোঁজের দুই দিন পর মাদারীপুরের শিবচরে জান্নাতুল ফেরদৌস নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

সোমবার (৫ মে) সকালে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর মরদেহ। নিহত জান্নাতুল আক্তার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়ন চরকাঁচিকাটা গ্রামের রনি ফকিরের মেয়ে। সে স্থানীয় বাইতুল কারীম মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।

 

স্থানীয়রা জানান, গত ৩ মে দুপুরে বান্ধবীদের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে জান্নাত। গোসল শেষে সবাই পাড়ে উঠলেও স্রোতের পানিতে তলিয়ে যায় অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী। পরে বান্ধবীদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও নিখোঁজ থাকে ওই ছাত্রী।

 

আরও পড়ুন: কুমিল্লায় নিখোঁজের একদিন পর পুকুরে মিললো দুই শিশুর লাশ

 

রোববার অজ্ঞাত একটি লাশ আড়িয়াল খাঁ নদে ভাসমান দেখতে পেয়ে খবর দিলে উদ্ধার অভিযানে যায় নৌপুলিশ। কিন্তু নৌপুলিশ যাওয়ার আগেই স্রোতে আবারও লাশটি পানিতে তলিয়ে যায়। এরপর সোমবার সকালে শিবচরের চরকামারকান্দি এলাকায় ওই মাদ্রাসাছাত্রীর মরদেহ ভাসমান দেখতে পেলে নৌপুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে জন্নাতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের পরিদর্শক তপন কুমার ঘোষ জানান, ‘কয়েক দফা অভিযান চালিয়েও জান্নাতকে খুঁজে পাওয়া যায়নি। স্রোতের পানিতে সে তলিয়ে যায়। পরে দুইদিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীর মরদেহ।’

 

মাদারীপুরের শিবচরের কলাতলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান, ‘নিহত মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে কয়েকদফা উদ্ধার অভিযান চালিয়ে ফিরে আসে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।’

]]>
সম্পূর্ণ পড়ুন