মাদারীপুরে নদে ফেলে দেয়া কিশোরের মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
মাদারীপুরে নদে ফেলে দেয়ার ৬দিন পর পাওয়া গেল প্রতিবন্ধী নাসির উদ্দিনের (১৪) অর্ধগলিত লাশ।

মঙ্গলবার(৬ মে) বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন বলাইরচর এলাকায় আড়িয়াল খাঁ নদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। 

মৃত নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ‘সিকদার হাট কাচারিকান্দি’ গ্রামের মৃত আজগর হাওলাদার-এর ছেলে।


মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিরকে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আড়িয়াল খাঁ সেতু থেকে ফেলে দেয়ার অভিযোগ ওঠে মা রিজিয়া বেগমের বিরুদ্ধে। খবর পেয়ে নাসিরকে উদ্ধারে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ। কয়েক দফা চেষ্টার পর ব্যর্থ হন তারা। 

আরও পড়ুন: ঘাড় ও পেটের দাগ দেখে মরদেহের পরিচয় শনাক্ত


বিকেলে সদর উপজেলার বলাইরচর এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে ওই প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে। এ ঘটনায় ঘটনার দিন অভিযুক্ত রিজিয়া বেগমকে আটক করে আদালতে পাঠায় পুলিশ। প্রতিবন্ধী ছেলের অসহ্য যন্ত্রণা সইতে না পেয়ে আড়িয়াল খাঁ নদে তাকে ফেলে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রিজিয়া বেগম।

]]>
সম্পূর্ণ পড়ুন