মাদারীপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাথমিক বিদ্যালয়!

৩ সপ্তাহ আগে
মাদারীপুরে শিবচরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘর।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাঁচামারা খলিফা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেড ঘরের পুরোটাই পুড়ে ছাই গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাঁচামারা খলিফা কান্দি গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর দেয়া হয় শিবচর উপজেলা ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় টেনশেড ঘরটি।


এলাকাবাসীর অভিযোগ, একদল দুর্বৃত্ত নাশকতার জন্য বিদ্যালয়ের ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।


আরও পড়ুন: নোয়াখালীর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন


শিবচর ফায়ার সার্ভিসের পরিদর্শক তপন কুমার ঘোষ বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে মাঝপথ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ফেরত আসে। শুনেছি একটি টিনশেড ঘর পুড়ে গেছে।


শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার সরকার বলেন, এটি একটি পরিত্যক্ত টিনশেড ঘর। সরকারি তালিকাভুক্ত কোন প্রাথমিক বিদ্যালয় নয়। এই টিনশেড ঘরে গ্রামের পাঠশালার মতো কার্যক্রম চলতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন