মাদারীপুরে জমির বিরোধে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

১১ ঘন্টা আগে
মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের ১নং ওয়ার্ড নিয়ামতকান্দি গ্রামের এই ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের আব্দুর মোল্লার ছেলে নুরুউদ্দিন মোল্লা (৬৫), তার স্ত্রী পারভীন আক্তার (৫৫) ও ছেলে শাহাদাৎ মোল্লা (৩৫)।


জানা যায়, ওই গ্রামের নুরুউদ্দিন মোল্লার সঙ্গে প্রতিবেশী সায়েদ মাঝির সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বিরোধপূর্ণ জমিতে নুরুউদ্দিন মোল্লা চাষবাদ করতে গেলে বাধা দেয় প্রতিপক্ষ সায়েদ মাঝি। পরে কথার কাটাকাটি হলে সায়েদ লোকজন নিয়ে নুরুউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। নুরুউদ্দিনকে বাঁচাতে তার ছেলে শাহাদাৎ ও স্ত্রী পারভীন এগিয়ে আসে। পরে তিনজনকে কুপিয়ে জখম করে সায়েদ মাঝি ও তার লোকজন। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্বামী-স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে তিনজনকেই পাঠানো ঢাকা মেডিকেলে।

আরও পড়ুন: আ.লীগের হামলায় মাদারীপুর বিএনপির ১০ নেতাকর্মী আহত

এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন