আহত জুয়েল খান উপজেলার কাজীকান্দি এলাকার কাশেম খানের ছেলে। তিনি চরঠ্যাঙ্গামারা এলাকায় দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে জুয়েল তার দোকানে অবস্থানকালে ওই এলাকার বাবুল বেপারীর নেতৃত্বে একদল যুবক তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। জুয়েল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাবুল ও তার লোকজন তাকে জোরপূর্বক দোকান থেকে বের করে পাশের গরুর হাটে নিয়ে যান। সেখানে তাকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করা হয়। অভিযোগ উঠেছে, মারধরের সময় জুয়েলকে জিম্মি করে বিভিন্ন কথোপকথন মোবাইলে ভিডিও রেকর্ড করা হয়। পরে জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল খান বলেন, 'বাবুল ও তার দলবল দোকানে এসেই চাঁদা দাবি করে। টাকা দিতে না পারায় তারা আমাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে পিটিয়ে জখম করে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।'
একই এলাকার রনি সরদার নামে আরেক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, 'বাবুল ও তার ভাই মামুন বেপারী দীর্ঘদিন ধরে আমার কাছেও চাঁদা চেয়ে আসছিল। আমাকে না পেয়ে তারা পাশের দোকানদারের ওপর হামলা চালিয়েছে। আমরা এই চাঁদাবাজ চক্রের বিচার চাই।'
আরও পড়ুন: গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
অভিযোগ অস্বীকার করে বাবুল বেপারী মুঠোফোনে বলেন, 'আমি বর্তমানে এলাকায় নেই। আমার ছোট ভাই মামুনও ঢাকায় বোনের বাসায় আছে। আমাদের নামে উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট ও ভিত্তিহীন কথা বলা হচ্ছে।'
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, 'ব্যবসায়ীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·