মাদারীপুরে গৃহবধূকে হত্যা মামলার আসামির মারধর, ভিডিও ভাইরাল

৬ দিন আগে
মাদারীপুরের কালকিনিতে ত্রিপল মার্ডার মামলার আসামির বিরুদ্ধে এক গৃহবধূকে ঘরে আটকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামে এ ঘটনা ঘটে। তবে, কি কারণে ওই গৃহবধূকে ঘরে আটকে নির্যাতন করা হয়েছে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। মুখ খুলতেও চান না নির্যাতিতা।


জানা যায়, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই গ্রামের স্বামীহারা এক গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন পূর্ব এনায়েননগর ইউনিয়নের কালাই সরদারেরচর গ্রামের বজলু তালুকদারের ছেলে ফয়সাল তালুকদার। এরপর গৃহবধূকে বেদম মারধর করেন ফয়সাল। একপর্যায়ে রামদা দিয়ে আঘাত করেন তিনি। যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রভাবশালীদের চাপে মুখ খুলতেও ভয় পাচ্ছেন নির্যাতিতা।


একাধিক সূত্র জানিয়েছে, স্বামী মারা যাবার পর ছোট ছেলেকে নিয়ে বাড়িতে বসবাস করেন ওই গৃহবধূ। সরকার পতনের পর বিভিন্নভাবে ওই নারীকে হয়রানি শুরু করেন ফয়সাল। কিছুদিন আগে হত্যা মামলায় জামিনে বেরিয়ে আবারও গৃহবধূর ওপর শুরু করে নির্যাতন। সবশেষ দলবল নিয়ে গত সোমবার ফয়সাল নারীকে মারধর করেন। যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এতে জেলা ও উপজেলাজুড়ে শুরু হয় সমলোচনার ঝড়। পরে ঘটনাস্থলে যায় কালকিনির খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। ফয়সাল ও তার লোকজনের ভয়ে মুখ খুলতেও ভয় পাচ্ছেন নির্যাতিতা।


আরও পড়ুন: সন্তানদের বেঁধে মাকে মারধর করে ডাকাতি: ৫ আসামির যাবজ্জীবন


নাম না প্রকাশ্যে এক বাসিন্দা বলেন, ‘খুনেরচর এলাকায় ফয়সাল ও তার বাহিনীর খুবই প্রভাব। তাদের ভয়ে এলাকার লোকজন কথা বলতেও ভয় পায়। গৃহবধূর ঘটনাও ধামাচাপা পড়ে যেতো, এটি সামনে এসেছে এর অন্যতম কারণ ভিডিও ক্লিপ। আমরা চাই এই অত্যাচারের হাত থেকে বাঁচতে। ফয়সাল ও তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’


মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) সোহেল রানা জানান, ‘গৃহবধূকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর দেশীয় অস্ত্র প্রদর্শন করার ঘটনায় পুলিশ ফয়সালকে খুঁজছে, দ্রুত সে ধরা পড়বে। এছাড়া গৃহবধূকে বলা হয়েছে যেকোন আইনি সহযোগিতার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করতে।’


প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তারের জেরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামে একব্যক্তিসহ এই তিনজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই মামলায় আসামি করা হয় গৃহবধূকে নির্যাতন করা ব্যক্তি ফয়সাল তালুকদারকে।

]]>
সম্পূর্ণ পড়ুন