শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী এই আয়োজনটি করে পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসা। উৎসবমুখর পরিবেশে মাদ্রাসা মাঠে মিলনমেলার আবহ তৈরি হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলার মাদ্রাসায় আমন্ত্রণপত্র পাঠিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। প্রতিযোগিতা শেষে সেরা দুইজনকে স্বর্ণপদক, চারজনকে রৌপ্যপদক ও ২০ জনকে সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়া সব অংশগ্রহণকারী শিক্ষার্থীকেই সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
ঢাকা থেকে আগত চারজন বিচারক প্রতিযোগিতার ফলাফল মূল্যায়ন ও ঘোষণা করেন।
শরিয়তপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী ওসমান লস্কর বলেন, ‘আমি এখানে অংশ নিতে পেরে দারুণ খুশি। বড় হাফেজ হতে চাই, এই প্রতিযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে।’
আরও পড়ুন: চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান বলেন, ‘প্রথমবার অংশ নিচ্ছি। অনেক শিক্ষার্থী আসতে পারেনি, আমাকে সুযোগ দেওয়ায় কৃতজ্ঞ।’
আরেক প্রতিযোগী মাহাবুব ইসলাম বলেন, ‘প্রথম হওয়া বড় কথা নয়, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পরিচয়ের সুযোগ হয়েছে।’
প্রতিযোগিতার আয়োজক ও মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন, ‘সবার মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠানে সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন এবং এলাকার মানুষ।
]]>