মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেফতার

১ দিন আগে
মাদারীপুরে শাজাহান মোল্লা নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাজাহান মোল্লা রাজৈরের পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের নরারকান্দি গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে।


জানা যায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করেন উপজেলার পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ নামে বিএনপির এক কর্মী। এই মামলায় তাকে আসামি করা হয়। মামলা দায়েরের পর আত্মগোপনে ছিলেন এই ইউপি চেয়ারম্যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাজাহান মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।


আরও পড়ুন: ইয়ামিন হত্যা: সাবেক এএসআই মোহাম্মদ আলী রূপগঞ্জ থেকে গ্রেফতার


সোমবার দুপুরে তাকে মাদারীপুর আদালতে তোলা হবে। অভিযুক্ত শাজাহান মোল্লা মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী ছিলেন বলেও জানা গেছে।


মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে মাদারীপুর আদালতে তোলা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন