রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার উৎরাইল ও যাদুয়ারচর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন নদনদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে প্রশাসন। এ সময় বালু উত্তোলন করে পরিবহন করার সময় দুইটি ড্রাম ট্রাক ও একটি নসিমন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: বান্দরবানে উচ্চ মাত্রার হর্ন ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পরিবহনের মালিকদের তিনটি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কয়েকশ’ মিটার পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি ড্রেজার মেশিনে থাকা ১০টি ব্যাটারি ও অন্যান্য মালামাল জব্দ করে প্রশাসন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শিবচরের বিভিন্ন নদ-নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে গভীর রাতে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন অভিযোগে অভিযান পরিচালনা করা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে।