মঙ্গলবার (১৩ মে) বেলা ১২টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো.আক্তারুজ্জামানের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক জানায়, চলতি অর্থ বছরে মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ঔষধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন, গজ-ব্যান্ডেজ-তুলা, কেমিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র ক্রয়ের ৬টি প্যাকেজের দরপত্র আহবান করে স্বাস্থ্য বিভাগ। সেখানে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা চাওয়া হলেও অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে হাসপাতাল কর্তৃপক্ষ দরপত্রের ৫টি প্যাকেজের কাজই রাজধানী ঢাকার তোপখানা রোড এলাকার আবু ইউসুফের মালিকানাধীন ‘এমপেক্স ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়ার জন্য মন্ত্রনালয়ে কাগজ পাঠায় জেলার স্বাস্থ্য বিভাগ। এতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে মর্মে অভিযোগ ওঠায় অভিযান চালায় দুদক।
আরও পড়ুন: শরীয়তপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য রোধে অভিযান
অভিযান চলাকালে স্বাস্থ্য বিভাগ থেকে বেশকিছু নথি যাছাইবাছাই করে দুদকের কর্মকর্তারা। তদন্ত করে রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানোর পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার কথাও জানায় দুদক।
দুদক কার্যালয়ের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, জেলা সদর হাসপাতালের দরপত্র আহবান ও রাজধানী ঢাকার তোপখানা রোড এলাকার আবু ইউসুফের মালিকানাধীন ‘এমপেক্স ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়ার সুপারিশ নিয়ে দুদকের জরুরি সেবা ১০৬-এ কল করে অভিযোগ দেয় এক গ্রাহক। এরইপেক্ষিতে তদন্তে নামে দুদক। এ ব্যাপারে অনিয়ম পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে সংস্থাটি।