বুধবার (১৩ আগস্ট) দুপুরে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান জেলার আওয়ামী লীগ নেতা খায়রুল আলম খোকন বেপারী। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করে।
আরও পড়ুন: আন্দোলনে গুলি: রাজবাড়ীতে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
ওসি আরও জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে তোলা হলে বিকেলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।