গুরুতর আহত অবস্থায় মাকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত ছেলেকে স্থানীয়রা আটক করে শিকলে বেঁধে রেখেছে। অভিযুক্ত যুবকের নাম মো. কামাল মিয়া (২৮)।
স্থানীয়রা জানান, কামালের বাবা ভ্যানচালক আর মা অন্যের বাড়িতে কাজ করেন। অথচ কামাল কোনো কাজ না করে প্রতিদিনই মা-বাবার কাছে টাকা চায়। মাদকাসক্ত এই যুবককে বাবা মারধর করলেও, মা মাঝেমধ্যে গোপনে টাকা দিতেন।
আরও পড়ুন: গুলিতে প্রাণ গেল মাদক সিন্ডিকেট ‘বি কোম্পানি’ সদস্যের, আহত ২
কামালের ভাবী রিনা আক্তার জানান, বিকেলে কামাল বাড়িতে এসে ১০ টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবার ধমকে সে রেগে যায়। এ সময় মা ঘর থেকে বেরিয়ে ফের ঘরে ঢুকতে চাইলে উঠানে থাকা একটি দা ছুড়ে মারে তার মাথায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে পড়ে যান মা।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: হাত বাড়ালেই মাদক, বিপথে তরুণ সমাজ!
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।