মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করা ছেলের আমৃত্যু কারাদণ্ড

২ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জে মা জাহানারা বেগমকে (৬০) হত্যার দায়ে ছেলে শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৪ জুলাই) মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত- এই রায় দেন। মা হত্যার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে এই শাস্তি প্রদান করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। মাদক সেবনের টাকার জন্য মা জাহানারা বেগমের কাছে টাকা দাবি করে ছেলে জাহান শরীফ রতন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ধারালো বটিদা দিয়ে উপর্যুপরি কোপ মেরে মাকে হত্যা করে। এ সময় ছোট বোন মনি আক্তার মাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে শরীফ।

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জের সাবেক এমপি বিপ্লব আবারও ৫ দিনের রিমান্ডে

 

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে জানালে তারা অভিযুক্ত রতনকে গ্রেফতার করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আহত মনি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।


আসামি শরীফ রতন স্থানীয় লোকজনের সামনে নিজের অপরাধ স্বীকার করে। মামলায় সাক্ষ্য, ফরেনসিক রিপোর্ট ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় বলে জানান আদালত।

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে নিহত ৪: ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন তারা


এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর নিহতের পরিবার কিছুটা হলেও বিচারিক স্বস্তি আসে বলে স্বজনরা জানিয়েছেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন