মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বাকেরগঞ্জ পৌর শহরের সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাসান গাজী (১৮)। তিনি সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা জাফর গাজী (৪৮) ও নাজমা বেগমের (৪০) ছেলে।
বাকেরগঞ্জ থানা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইয়াবায় আসক্ত হাসান নেশার টাকার জন্য প্রায় প্রতিদিনই বাবা-মাকে মারধর করতেন এবং বাড়িঘরে ভাঙচুর করতেন। মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মারধর শুরু করলে বাবা জাফর গাজী ঘরে এসে তাকে বাধা দেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি লোহার পাইপ দিয়ে একাধিকবার আঘাত করেন হাসানকে। এতে হাসান মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: বরিশালে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
ছেলের মৃত্যু হয়েছে মনে করে বাবা-মা বিকেল ৩টার দিকে বাকেরগঞ্জ থানায় গিয়ে নিজেরাই হত্যার ঘটনা স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ছেলেকে হত্যার পর বাবা-মা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
]]>