মাদক সেবনে নিষেধ করায় হাতুড়িপেটায় হাত-পা ভাঙল ব্যবসায়ীর

১ দিন আগে
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবন নিষেধ করায় হাতুড়িপেটায় আ. হাই খান (৪৫) নামে এক ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিল। এ সময় ওই এলাকার আব্দুল হাই খান মাদক সেবন নিষেধ করেন। তখন জসিম, রাকিব উত্তেজিত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের দুই হাত ও দুই পা ভেঙে দেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: পর্যটকদের নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে জব্দ সাউন্ড বক্স

এ বিষয় অভিযুক্ত জসিম ও রাকিব তাদের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।


আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, ‘আমার ছেলে মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব কিছু না বলে উত্তেজিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে হাত-পা ও মাথার কয়েকটি জায়গা ভেঙে গেছে। তারা কিছু দিন আগে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়ে ছিল। হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’
 

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন