বৃহস্পতিবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত হিলির ফেরদৌস আলী মডেল স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা সব সময় সীমান্তে কড়া নজরদারি রাখি, যাতে কোনোভাবেই মাদকদ্রব্য আমাদের দেশে প্রবেশ করতে না পারে। এটি প্রবেশ করে যেন আমাদের ছাত্রসমাজ যুব সমাজকে ধ্বংস করতে বা অবক্ষয়ের দিকে নিয়ে যেতে না পারে।’
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৩
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের সাথে ভারতের ৪ হাজার ৩০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এছাড়া মায়ানমারের সাথে প্রায় ৬শ’ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সবমিলিয়ে ৪ হাজার ৮শ’ কিলোমিটার সীমান্ত এলাকা ২৪ ঘণ্টা বিজিবি মেইনটেইন ও দেখভাল করে। আমরা সব সময় সচেতন থাকি যাতে কোনোভাবেই আমাদের দেশের অভ্যন্তরে মাদকদ্রব্যগুলি আসতে না পারে।’
আলোচনা সভা শেষে মাদকদ্রব্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুর দৌলা, এসময় সেখানে বিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম,বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি সামশুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
]]>