সোমবার (১৭ নভেম্বর) সকালে আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক বড় ছেলে বিল্লাল হোসেন পলাতক রয়েছে। তবে তার স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: ইঁদুর তাড়াতে ধানক্ষেতে বৈদ্যুতিক তার, প্রাণ গেল দুই শিক্ষার্থীর
স্থানীয়রা জানান, সকালে বিল্লাল মাদকসহ বাড়িতে প্রবেশ করলে ছোট ভাই কামাল তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে ছোট ভাই কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
মা রাহেলা বেগম ছেলে কামালকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কোপ দেয় বিল্লাল। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান রাহেলা বেগম।
পুলিশ জানায়, পলাতক বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে আগে থেকেই মাদক আইনে মামলা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘ঘাতক বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত ছোট ভাই বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটে। পরিবারের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধও দীর্ঘদিন ধরে চলছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
]]>
১ সপ্তাহে আগে
৭






Bengali (BD) ·
English (US) ·