মাদক কিনতে টাকা না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিফাত (১৮) পলাতক রয়েছে।


স্বজনরা জানান, মাদকাসক্ত ছেলে রিফাত তার মায়ের কাছে বিশ হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় রিফাত তার মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করে। পরে কাজ শেষে তার বাবা শফিকুল ইসলাম (৪৫) বাড়িতে ফিরলে রিফাত টাকার জন্য তার বাবাকেও চাপ দেয়। তিনিও টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে রিফাত তার বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: ফতুল্লায় শ্রমিককে কুপিয়ে হত্যা


পরে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় শফিকুল ইসলামকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।


এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন