অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে মাত্র একটি টেস্ট খেলা পুকোভস্কি মঙ্গলবার (৭ এপ্রিল) এক রেডিওতে নিজের অবসরের কথা জানান। ঘরোয়া ক্রিকেটেও বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অজি এই ব্যাটসম্যান।
এক রেডিওতে সাক্ষাৎকারে পুকোভস্কি বলেন, 'আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, কিন্তু বারবার মাথায় আঘাত পাওয়ার পর বুঝেছি—এটা আমার শরীরের জন্য আর সম্ভব নয়। আমি জানি, আমার এই সিদ্ধান্তে অনেকেই হতাশ হবে, কিন্তু আমার কাছে এটা এখন জীবন-মরণের প্রশ্ন। আমি আর ক্রিকেট খেলতে পারবো না।'
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ক্লাসেন
চিকিৎসক প্যানেল তাকে খেলা ছেড়ে দেয়ার পরামর্শ দেয়। সব দিক বিবেচনা করেই পুকোভস্কি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পুকোভস্কি বলেন, 'আমি চাই না জীবনের বাকি অংশটা বিছানায় পড়ে কাটাতে হোক। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন সময় এসেছে নতুন পথে এগিয়ে যাওয়ার।'
পুকোভস্কির ক্রিকেটার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে কনকাশন। অস্ট্রেলিয়ান ফুটবল খেলার সময় থেকেই মাথায় চোট পাওয়া শুরু। এরপর ক্রিকেটে বারবার বাউন্সারে আঘাত পান তিনি। ২০২৪ সালের মার্চে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার রাইলি মেরেডিথের বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পান। এরপর আর মাঠে নামা হয়নি তার।