মাত্র ২ ঘণ্টাতেই বর্জ্যে সয়লাব হয়ে যায় রাজধানী: ডিএনসিসি প্রশাসক

৪ সপ্তাহ আগে
সারা রাত আবর্জনা পরিষ্কার করা হলেও ২ ঘণ্টাতেই আবারও বর্জ্যে সয়লাব হয়ে যায় জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সীমিত কর্মী নিয়ে ২৪ ঘণ্টা রাজধানী পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তাই এ কাজে যুব অংশকে ব্যবহার করা যেতে পারে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরায় ময়লা কুড়ানোর প্রতিযোগিতা স্পোগোমি বিশ্বকাপ ২০২৫ উপলক্ষে বাংলাদেশ অংশের কোয়ালিফাই রাউন্ড পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

 

জনবহুল রাজধানীর তালিকায় ঢাকা বিশ্বে চতুর্থ। ২০২৪ সালের সরকারি হিসাবে রাজধানীর জনসংখ্যা প্রায় সোয়া দুই কোটি। জনঘনত্বের কারণে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত নাগরিকের নিত্যদিনের দুর্ভোগের নাম ময়লা-আবর্জনা। ২০২৪ সালের এক হিসাবে ঢাকার দুই সিটিতে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রায় ৭ হাজার মেট্রিক টক বর্জ্য উৎপন্ন হয়।

 

আরও পড়ুন: ময়লা-আবর্জনায় ভরপুর মাদারীপুরের শকুনি লেক

 

আর এই ময়লা কুড়ানোর এক অভিনব প্রতিযোগিতার নাম স্পোগোমি। উদ্ভাবক দেশ জাপান প্রতিযোগিতাটি নিয়ে রীতিমতো বিশ্বকাপ আয়োজন করে থাকে। শনিবার উত্তরায় সেই আয়োজনের কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, আগামী প্রজন্মের মাঝে পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে এই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

 

প্রায় এক ঘণ্টা আয়োজনস্থলের এক কিলোমিটার এলাকা থেকে ময়লা কুড়িয়ে আনেন ১৬০ জন প্রতিযোগী। তারা বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে হবে ব্যক্তি পর্যায় থেকেই।

 

প্রতিযোগিতা পরিদর্শনে এসে উত্তর সিটি প্রশাসক জানান, জনবল সংকট নিয়ে সারা রাত ধরে চলে ময়লা সরানোর কাজ। অথচ সকাল ৮টার পর থেকে আবারও পুরো রাজধানী ঢেকে যায় আবর্জনায়। মাত্র ২ ঘণ্টাতেই বর্জ্যে সয়লাব হয়ে যায় শহর।

 

আরও পড়ুন: ময়লা ফেলার জায়গা নেই নীলফামারী পৌরবাসীর

 

মোহাম্মদ এজাজ বলেন, 

সকাল ৮টার মধ্যে আমরা পুরো শহরকে পরিষ্কার করি। কিন্তু পরিষ্কার করার পর দুপুর ১২টা বাজার আগেই শহরের ১২টা বাজিয়ে ফেলে সাধারণ লোকজন।

 

স্পোগোমি বিশ্বকাপের ধারণা থেকে যুবকদের মাধ্যমে প্রতি মাসে একই রকম আয়োজনের পরিকল্পনার কথা জানান উত্তর সিটির প্রশাসক।

]]>
সম্পূর্ণ পড়ুন