কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) সোমবার (২৯ সেপ্টেম্বর) রাউলের মৃত্যুর খবর জানিয়েছে।
গেল শনিবার (২৭ সেপ্টেম্বর) রেভিলার বিপক্ষে খেলার সময় রাউল মাথায় আঘাত পান। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিল ফিফা
আরএফসিএফ তার পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র কলিন্ড্রেস স্পোর্টস ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। তার পাশাপাশি রাউলের আত্মার শান্তি কামনা করেছে।
আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রাউল রামিরেজের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।