মাতারবাড়িতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি থেকে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাকিব মেহবুব।
 

তিনি জানান, কক্সবাজারের মহেশখালী সমুদ্র উপকূলে অবস্থান করছিল অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্টগার্ডের জাহাজ অপূর্ব বাংলা। শনিবার সকালে মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এসময় অভিযানে মাতারবাড়ি সমুদ্র এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।
 

আরও পড়ুন: টেকনাফে দুই কৃষকসহ তিনজনকে অপহরণ


জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় কোস্টগার্ড কর্মকর্তা শাকিব মেহবুব।

]]>
সম্পূর্ণ পড়ুন