মাঠের লড়াইয়ে এবার মুখোমুখি জয়াসুরিয়া-মুরালিধরনের ছেলে

১ সপ্তাহে আগে
শুধু শ্রীলঙ্কা নয়, গোটা ক্রিকেট দুনিয়ায় বেশ আলোচিত নাম সনাৎ জয়াসুরিয়া ও মুত্তিয়া মুরালিধরন। একজন ব্যাট হাতে, আরেকজন বল হাতে দেখিয়েছেন ঝলক, অর্জন করেছেন কিংবদন্তির খেতাব। অনেক আগেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন এই দুই লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার।

বিভিন্ন সময় নানা কারণে সামনে আসে সাবেক ক্রিকেটারদের নাম। এবার এই দুই ক্রিকেটারের নামও সামনে এসেছে ভিন্ন এক কারণে। কারণটা হচ্ছে, মাঠের লড়াইয়ে এবার মুখোমুখি এই দুই ক্রিকেটারের ছেলে রানুক জয়াসুরিয়া ও নরেন মুরালিধরন। 

 

শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটের এক ধাপ নিচের পর্যায়ের টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেট। আর এই টুর্নামেন্টে শনিবার (২৩ আগস্ট) মুখোমুখি হয়েছে তামিল ইউনিয়ন ও এসএসসি। এ ম্যাচে এসএসসির হয়ে খেলছেন শ্রীলঙ্কান ক্রিকেটের কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়ার ১৭ বছর বয়সী ছেলে রানুক জয়াসুরিয়া। তামিল ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন মুরালিধরনের ছেলে নরেন মুরালিধরন, তার বয়সও ১৭ বছর। 

 

আরও পড়ুন: এসএ২০’র ড্রাফটে নাম দিলেন ১৩ ভারতীয়

 

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১ হাজার ৩৪৭ উইকেট শিকার করেছেন মুত্তিয়া মুরালিধরন। টেস্টে নিয়েছেন ৮০০ উইকেট, এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন কি না তা নিয়েও যথেষ্ট সংশয়। 

 

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার ৪৩০ রানের পাশাপাশি ৩২৩ উইকেট শিকার করেছেন সনাৎ জয়াসুরিয়া। এমন পরিসংখ্যান যার নামের পাশে আছে, তাকে কিংবদন্তি না বলে উপায় আছে কি! 

 

১৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুরালিধরন ও জয়াসুরিয়া। এবার তাদের ছেলেদের পাল। তারই ধারাবাহিকতায় এবার মাঠে মুখোমুখি দুই কিংবদন্তির দুই সন্তান। ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা দুই তরুণের আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপেও খেলার সম্ভাবনা রয়েছে। 

 

আরও পড়ুন: শচীন-সৌরভ-রাহুলকে শূন্যের স্বাদ দেয়া একমাত্র বোলার কে?

 

বাবা মুরালিধরনের সঙ্গে ছেলে নরেন মুরালিধরনের বেশ মিল রয়েছে। বাবার মতোই অফ স্পিন বোলিং করেন নরেন মুরালিধরন। তবে বাবা বিশেষজ্ঞ স্পিনার হলেও ছেলে ব্যাটিংটাও বেশ ভালো পারেন। 

 

জয়াসুরিয়ার ছেলেও তার মতো বাঁহাতি ব্যাটসম্যান। গত বছর এসএসসির হয়ে এসএলসি মেজর লিগ অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে অভিষেকেই দেখা পান হাফ-সেঞ্চুরির। তার আগে ইংল্যান্ডের ডোরসেট ক্রিকেট লিগেও খেলেছেন রানুক জয়াসুরিয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন