মাঠে মেজাজ হারিয়ে বল ছুঁড়ে মারলেন পন্ত

২ সপ্তাহ আগে
উইকেটের পেছনে রিশভ পন্তকে প্রাণোচ্ছল চেহারায় দেখেই অভ্যস্ত সবাই। ব্যাট হাতে উইকেটের সামনে যেমন বোলারদের আতঙ্ক, তেমনই উইকেটের পেছনে ব্যাটারদের উত্যক্ত করতে তার জুড়ি মেলা ভার। কিন্তু মাঠে মেজাজ হারানোয়?–এই চেহারায় ভারতের এই উইকেটকিপারকে হয়ত আগে কখনোই দেখা যায়নি। কিন্তু চলমান হেডিংলি টেস্টের তৃতীয় দিনে দেখা মিলল ক্রুদ্ধ পন্তের।

ক্রিকেট মাঠে পন্তের মেজাজ হারানোর ঘটনাটা ঘটেছে আজ (রোববার) বল বদল করা নিয়ে। বলের অবস্থা খারাপ হয়ে গেছে দাবি করে পন্ত অনফিল্ড আম্পায়ারের কাছে বল বদলে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু আম্পায়ার তার অনুরোধ উপেক্ষা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভারতের এই উইকেটকিপার। রাগে গজরাতে গজরাতে বলটা দূরে ছুঁড়ে মারেন তিনি।


এ সময় জাসপ্রিত বুমরাহও পন্তের সঙ্গে যোগ দেন। বলের অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করে তা বদলে দেয়ার অনুরোধ জানান। কিন্তু এই দফায়ও আম্পায়ার নতুন বল দিতে অপারগতা প্রকাশ করেন।


তবে মাঠে যতই মেজাজ হারান না কেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুরুটা দারুণ করেছেন এই উইকেটকিপার। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর এই সেঞ্চুরি হাঁকানোর পথে পেছনে ফেলেছেন রোহিত শর্মাকে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে এখন সর্বোচ্চ ৬২টি ছক্কা হাঁকানোর রেকর্ড এখন পন্তের দখলে। রোহিত ৪০ টেস্টে হাঁকিয়েছেন ৫৬টি ছক্কা। ২৭ বছর পন্তের ৬২টি ছক্কা হাঁকাতে লেগেছে মাত্র ৩৫ টেস্ট। আর এই টেস্টগুলোতে ৪১.৮৫ গড়ে পাঁচ সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে করেছেন ২৩৮৬ রান।


আরও পড়ুন: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের টি-টেন টুর্নামেন্টে নাম লেখালেন সাকিব


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়তে অবশ্য এখনও অনেকটা পথ হাঁটতে হবে পন্তকে। ৫৪ টেস্টে রেকর্ড ৮৩ ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।


 

Rishabh Pant asked the umpire to change the ball, got denied and then threw it in frustration 😭😭😭 pic.twitter.com/F1A78XGwWV

— Sandy (@flamboypant) June 22, 2025


হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে পন্ত পেছনে ফেলেছেন ভারতের সাবেক উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনিকেও। সাতটি সেঞ্চুরি নিয়ে পন্ত এখন ভারতের উইকেটকিপারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ধোনি সেঞ্চুরি হাঁকিয়েছেন ৬টি। এটি এসইএনএ (দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া) কান্ট্রিতে পন্তের পঞ্চম সেঞ্চুরি–এশিয়ান ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। ইংল্যান্ডে তিনটি সেঞ্চুরি ছাড়াও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি করে সেঞ্চুরি আছে পন্তের।


আরও পড়ুন: না ফেরার দেশে ইংল্যান্ডে জন্মানো প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার


একই দিনে পন্ত ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারাকেও। উইকেটকিপার হিসেবে দুজনেরই ৭টি করে সেঞ্চুরি আছে। বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পন্ত। ভারতের উইকেটকিপারদের মধ্যে আর শুধু ধোনিরই ৩ হাজারের বেশি রান আছে।


৪৪ টেস্টে ৪৩.৪০ গড়ে ৩০৮২ রানের মালিক বনে গেছেন পন্ত। এই রান তিনি করেছেন ৭৩.৬৯ স্ট্রাইক রেটে।

]]>
সম্পূর্ণ পড়ুন