সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচেই ১৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন রংপুরের পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ, জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। এবারের আসরের প্রথম ফাইফারও এটি।
বাংলাদেশের কন্ডিশন ফাহিম আশরাফের বেশ চেনা। তবে কন্ডিশন যতই চেনা হোক না কেন, প্রথম ম্যাচে নেমেই ফাইফার তোলা অবশ্য নিশ্চিতভাবেই কঠিন।
আরও পড়ুন: কাগজে-কলমে রংপুর সেরা দল, হারের পর চট্টগ্রাম কোচের স্বীকারোক্তি
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ফাইফার তোলা এবং পেছনের প্রস্তুতি নিয়ে ফাহিম আশরাফ বলেছেন, ‘রংপুর রাইডার্স গত ৮ দিন ধরেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে। আমি এখানে ৩ দিন আগে এসেছি। আমার মনে হয় প্রস্তুতি অনেক ভালো হয়েছে। এক্সিকিউশনও ভালো হয়েছে এই কন্ডিশনে।’
ফাহিম আরও বলেছেন, ‘কন্ডিশন বুঝে আমি চেয়েছি এক্সিকিউট করতে। সেই অনুযায়ী বোলিং করতে। এভাবেই (ফাইফার) হয়েছে।’
আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারা ক্রিকেটার রাজশাহীতে
এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে কোনো পাত্তাই দেয়নি রংপুর রাইডার্স। আগে ব্যাট করে ১৭.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫ ওভারেই সেই রান টপকে যায় রংপুর।
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·