মাঠে ঢুকে দর্শকদের সংঘর্ষ, পালিয়ে বাঁচলেন ফুটবলার ও রেফারিরা

২ সপ্তাহ আগে
ম্যাচের বয়স তখন প্রায় অর্ধেক হয়ে গেছিল। ৩৮ মিনিটে ইত্তিহাদের মরক্কান ফুটবলার নৌফেল জারহৌনি ফ্রি কিক থেকে গোল করেন। মুহূর্তের মধ্যে হুড়মুড় করে মাঠে ঢুকে যান দর্শকরা।

দর্শকরা মাঠে ঢুকলে সংঘর্ষ বেধে যায়। অনেকে হতাহত হন। পাশাপাশি মাঠের বাইরে পুড়িয়ে দেওয়া হয় ইত্তিহাদের টিম বাস। গতকাল এই ঘটনা ঘটে লিবিয়ার প্রথম সারির লিগে।


দুর্ঘটনায় পর্তুগিজ রেফারি ফ্যাবিও জোসে কস্তা আহত হন, পরে ড্রেসিংরুমে চলে যান তিনি। হুমকির মুখে পড়েন প্লেয়াররা। শেষ পর্যন্ত তারা স্টেডিয়াম থেকে পালিয়ে যেতে বাধ্য হন, স্থগিত হয় ম্যাচ।


আরও পড়ুন: এমবাপ্পে কেন হাসপাতালে ভর্তি, জানাল রিয়াল


লিবিয়ার গণমাধ্যম আলওয়াসাত জানিয়েছে, সংঘর্ষের কারণ প্রতিপক্ষ সমর্থকদের সামনে জারহৌনির উদ্‌যাপন। ব্যাপারটাকে সমর্থকরা ভালোভাবে নিতে পারেননি, ক্ষোভ থেকেই মাঠে ঢুকে সংঘর্ষ বাধিয়ে দেন।


আল আহলি এই বিশৃঙ্খলার কারণ হিসেবে ইত্তিহাদের খেলোয়াড়ের আচরণকে দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সমর্থকদের দিকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন